Bangladeshi Media News: July 2010

Wednesday, July 14, 2010

পুকুরের পানিতে দেড় ঘণ্টা


আজ এটিএন বাংলার বর্ষপূর্তি হচ্ছে এ উপলক্ষে দুই দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে এর মধ্যে আছে নাটক, টেলিছবি, কনসার্ট, আড্ডা ও শুভেচ্ছা জানানো আজ দুপুরে দেখানো হবে টেলিছবি ‘রাগ’ এটি লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু টেলিছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী কথা হলো তাঁর সঙ্গে

‘রাগ’ টেলিছবিটি নিয়ে কিছু বলুন
গ্রামের একটি ছেলে শুদ্ধ সংগীতের চর্চা করে কিন্তু ব্যাপারটা ভালো লাগেনি এক প্রভাবশালী ব্যক্তির তিনি আবার বিদেশি এবং ধুমধাড়াক্কা গান শুনতে পছন্দ করেন শুদ্ধ সংগীতের চর্চার ব্যাপারে ছেলেটিকে নানাভাবে বাধা দেন একপর্যায়ে তাকে গ্রাম ছাড়তে বাধ্য করেন এরপর হঠাৎ শ্রবণপ্রতিবন্ধী হয়ে যান ওই প্রভাবশালী ব্যক্তিটি
এই টেলিছবিতে কাজ করার কোনো উল্লেখযোগ্য ঘটনার কথা মনে পড়ে?
টেলিছবির একটি দৃশ্যে পুকুরের গলাপানিতে নেমে আমি কণ্ঠ সাধনা করি দৃশ্যটি ধারণ করতে প্রায় ঘণ্টা দেড়েক সময় লেগেছিল পুরোটা সময় কিন্তু পানিতেই দাঁড়িয়ে ছিলাম ওখানে প্রচুর মাছ মাছগুলো আমার পায়ে ঠোকর দিচ্ছিল এ কারণে শট দিতে বারবার অসুবিধা হচ্ছিল আর অনেক সময় পানিতে থাকার কারণে আমার ঠান্ডা লেগে যায় পরে খুব অসুবিধা হয়েছিল
আপনার নিজের সংগীতচর্চার কী খবর?
আমি কিন্তু কখনো গান শিখিনি যতটুকু করি, তার পুরোটাই শুনে শুনে টেলিছবিতে যা করেছি, তা নজরুলসংগীত থেকে নেওয়া তবে ইদানীং অনেকের অনুরোধেই অ্যালবামে গান করতে হচ্ছে মোশাররফ করিম ও শামীম জামানের লেখা দুটি গানে কণ্ঠ দিয়েছি কয়েক দিন আগে এটিএন বাংলার বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার রাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে শাহ আবদুল করিমের একটি গান গেয়েছি
এখন কী কাজ করছেন?
জামাইমেলা নাটকের কাজ হচ্ছে পুবাইলে বাংলাভিশনের এই ধারাবাহিকের চিত্রনাট্যটি অসাধারণ পরিচালনা করছেন আজহারুল আলম
ঈদের কাজের খবর কী?
ভয়াবহ! এ পর্যন্ত ৪৫টি নাটক ও টেলিছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছি এর মধ্য থেকে ১৫টি করতে পারছি নির্মাতাদের মধ্যে আছেন সালাহউদ্দিন লাভলু, মামুনুর রশীদ, দীপঙ্কর দীপন, তাহের শিপন, গোলাম সোহরাব দোদুল, সকাল আহমেদ, হিমেল আশরাফ এবার ঈদে মজার গল্পের পাশাপাশি কিছু সিরিয়াস কাজও করছি

বিয়ের আগে বিয়ের দৃশ্য তিশা


আজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকীর গায়েহলুদ নিজ নিজ বাসায় আলাদা করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কাল শুক্রবার তাঁদের বিয়ে নাটকে নয়, বাস্তবেই বিয়ে করছেন তাঁরা কিন্তু এর মাত্র দুই দিন আগে মঙ্গলবার রাতে তিশা নাটকে বিয়ের অভিনয় করলেন এখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম
নাটকের ওই দৃশ্যে তিশার পরনে ছিল না লাল বেনারসি শাড়ি হাতে ছিল না মেহেদি কারণ, অভিভাবকদের অমতে বিয়ে করেছেন ভালোবাসার মানুষকে
নাটকটির নাম মিরাকেল ডালিয়া রহমানের গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন মাইনুল হাসান নাটকের শেষ দৃশ্যে কাজি অফিসে তিশা ও মোশাররফ এসে ঢুকলেন এখানে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়
পরিচালক যখন দৃশ্যটির সমাপ্তি টানলেন, তিশা তখন হেসে বললেন, ‘দুই দিন পরই আমার সত্যিকারের বিয়ে এই নাটকের বিয়ের মধ্য দিয়ে একটা মহড়া হয়ে গেল
দৃশ্যটি ধারণ করা হচ্ছিল হোতাপাড়ার খতিব খামারবাড়িতে মজাই হলো

Tuesday, July 13, 2010

নিভৃতচারী রানী


জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে এখন একেবারেই বের হন না রানী মুখার্জি বন্ধু-বান্ধব, আত্মীয়দের সঙ্গেও এখন আর আগের মতো যোগাযোগ নেই তার ক্রমেই নিভৃতচারী হয়ে পড়ছেন একসময়ের প্রাণোচ্ছল এই অভিনেত্রী তবে সবাইকে অবাক করে সম্প্রতি ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন রানী এছাড়া করণ জোহরের উপস্থাপনায় 'কফি উইথ করণ'-এর তৃতীয় আসরের একটি পর্বে অংশ নিতেও সম্মতি জানিয়েছেন তিনি
নিভৃতচারী রানী এখন রাজেন্দ্র গুপ্ত পরিচালিত 'নো ওয়ান কিল্ড জেসিকা' ছবিতে অভিনয় করছেন এতে তার সঙ্গে আছেন বিদ্যা বালান বন্ধু ও শুভার্থীদের আশা, নিভৃত জীবন ছেড়ে রানী আবারও প্রাণোচ্ছল হবেন

 এক বিজ্ঞাপনে কেট উইন্সলেট আর ঐশ্বরিয়া


হলিউড ও বলিউডের দুই নীল নয়না ঐশ্বরিয়া রাই বচ্চন ও কেট উইন্সলেট এবার একসঙ্গে অংশ নিচ্ছেন একটি বিজ্ঞাপনচিত্রে বিজ্ঞাপনচিত্রটি ধারণ করা হবে ইতালিতে
ঐশ্বরিয়া এর আগেও হলিউড-অভিনেতা জঁ রেনো, স্টিভ মার্টিন ও এমিলি মার্টিমারের সঙ্গে কাজ করেছেন কিন্তু কেটের সঙ্গে এ কাজটি করবেন বলে অন্য রকম আনন্দ পাচ্ছেন তিনি ঐশ্বরিয়ার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, কেটের সঙ্গে সাক্ষাৎ ও বিজ্ঞাপনচিত্রে অংশ নেওয়ার ঘটনায় ঐশ্বরিয়া দারুণ রোমাঞ্চিত আগামী সপ্তাহের কোনো একসময় ইতালিতে বিজ্ঞাপনচিত্রটি ধারণ করা হবে শুটিং হবে দুই দিন ওয়েবসাইট

মাহফুজ আহমেদ এবার ক্যামেরাম্যান


অভিনেতা মাহফুজ আহমেদ নাটক পরিচালনা করছেন অনেক দিন হলো কিন্তু এবার তিনি নাটকে ক্যামেরার পেছনে দাঁড়িয়েছেন শুধু দাঁড়ানোই নয়, নাটকে চিত্রগ্রাহকের দায়িত্বও পালন করেছেন আর এ কাজটি করেছেন রূপা নাটকে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন নজরুল ইসলাম আর পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী
জানা গেছে, গত শনিবার শুটিংয়ের সময় পুরো একটি দৃশ্যে ক্যামেরা পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ আর দৃশ্যটি ধারণ করা হয়েছে ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে
মাহফুজ বললেন, ‘আগে কখনো নাটকে ক্যামেরার পেছনে দাঁড়াইনি চ্যানেল আইতে এখন নিয়মিত দেখানো হচ্ছে আমার নতুন ধারাবাহিক নাটক চৈতা পাগল সেখানেও কিন্তু ক্যামেরার পেছনে দাঁড়ানো কিংবা চিত্রগ্রাহক হিসেবে কাজ করার সুযোগ হয়নি
ভবিষ্যতে আবারও ক্যামেরার পেছনে দাঁড়ানোর ব্যাপারে মাহফুজ বললেন, ‘কাজটা অনেক কঠিন, তাই আপাতত সে রকম কোনো ইচ্ছে নেই
নাটকটির পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘নাটকে রূপা চরিত্রে অভিনয় করছেন প্রভা যিনি চিত্রগ্রাহকের দায়িত্বে ছিলেন, তিনি নাটকের একটি দৃশ্যে প্রভার সঙ্গে অভিনয় করেছেন বাধ্য হয়েই কাজটি করতে হয়েছিল তাঁকে আর তখন মাহফুজ চিত্রগ্রাহক হওয়ার আগ্রহ প্রকাশ করেন
রূপা নাটকটি এবার ঈদে দেখানো হবে এই নাটকে আরও অভিনয় করেছেন বাঁধন তবে এ কাজটার প্রতি কৌতূহল ছিল সব সময়

পরিচালনা আপাতত আর নয়,বিরক্ত দিতি,


আমি ২৫ বছর ধরে মিডিয়ায় আছি কেউ বলতে পারবেন না, আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কিংবা কারও শিডিউল ফাঁসিয়েছি আমি অথচ ব্রেকিং নিউজ করতে এসে নিজেই অনেকটা নিউজের শিরোনাম হয়ে গেলাম বলতে পারেন’ কথাগুলো বলছিলেন বাংলা সিনেমার এক সময়ের সুদর্শন নায়িকা দিতি সম্প্রতি তিনি পরিচালনায় নাম লিখিয়েছেন রুম্মান রশীদের লেখা এ নাটকটির নাম ব্রেকিং নিউজ আর ব্রেকিং নিউজ পরিচালনা করতে এসে বেশ ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে দিতিকে পরে অবশ্য কোনো রকমে রক্ষা পান তিনি দিতি আরও বলেন, বর্তমানে মিডিয়ায় গুটিকয়েক শিল্পী আছেন, যাঁরা আসলে কাজ করার মানসিকতা নিয়ে এখানে আসেননি তাঁরা যে কেন মিডিয়ায় এসেছেন, সেটা আসলে তাঁরা নিজেরাই জানেন না মিডিয়াকে ধ্বংস করার জন্য এ ধরনের শিল্পী কয়েকজনই যথেষ্ট
নাটক পরিচালনা করতে এসে অনেকটা চুন খেয়ে মুখ পোড়ার মতোই অবস্থা হয়েছে দিতির তাই আপাতত পরিচালনা থেকে নিজেকে পুরোপুরি বিরত রাখছেন নিজেকে কথা প্রসঙ্গে দিতি এও বলেন, ‘আমি এখনো পর্যন্ত ব্যস্ত সময় পার করছি অভিনয়ে তাই যত দিন পর্যন্ত অভিনয়ের শক্তি-সামর্থ্য থাকবে, তত দিন কোনো পরিচালনা করব না তবে ভবিষ্যতে পরিচালনা যদি করতেই হয়, তাহলে সিনেমা পরিচালনায় নিজেকে মনোনিবেশ করব
দিতির পরিচালনায় ব্রেকিং নিউজ নাটকটি আগামী ঈদে প্রচারের জন্য নির্মিত হয়েছে নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, দিতি, সাবেরী আলমসহ আরও অনেকে

প্রচারণায় কাজলকে পাচ্ছেন না


ঈদ উপলক্ষে সেপ্টেম্বরে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে বিদেশি ছবি স্টেপমম-এর হিন্দি রিমেক করন জোহরের উই আর ফ্যামিলি করনের ইচ্ছা ছিল ছবিটির প্রচারে দুই নায়িকা কাজল ও কারিনা কাপুরকে মাঠে নামিয়ে একটা আলাদা চমক দেবেন কিন্তু তা আর হচ্ছে না কারিনা রাজি হলেও কাজলের পক্ষে সম্ভব হচ্ছে না কারণ, কাজল এখন সন্তানসম্ভবা দ্বিতীয় সন্তানের জননী হতে চলেছেন তিনি বাধ্য হয়ে কারিনাকেই বেশি সময় দিতে হবে বলে করন জানিয়েছেন জানা গেছে, এতে কারিনার কোনো আপত্তি নেই তাই এ মুহূর্তে চারদিকে ঘোরার ধকল সামলাতে পারবেন না কাজল