Bangladeshi Media News: নিভৃতচারী রানী

Tuesday, July 13, 2010

নিভৃতচারী রানী


জরুরি কাজ ছাড়া বাড়ি থেকে এখন একেবারেই বের হন না রানী মুখার্জি বন্ধু-বান্ধব, আত্মীয়দের সঙ্গেও এখন আর আগের মতো যোগাযোগ নেই তার ক্রমেই নিভৃতচারী হয়ে পড়ছেন একসময়ের প্রাণোচ্ছল এই অভিনেত্রী তবে সবাইকে অবাক করে সম্প্রতি ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন রানী এছাড়া করণ জোহরের উপস্থাপনায় 'কফি উইথ করণ'-এর তৃতীয় আসরের একটি পর্বে অংশ নিতেও সম্মতি জানিয়েছেন তিনি
নিভৃতচারী রানী এখন রাজেন্দ্র গুপ্ত পরিচালিত 'নো ওয়ান কিল্ড জেসিকা' ছবিতে অভিনয় করছেন এতে তার সঙ্গে আছেন বিদ্যা বালান বন্ধু ও শুভার্থীদের আশা, নিভৃত জীবন ছেড়ে রানী আবারও প্রাণোচ্ছল হবেন

No comments:

Post a Comment