Bangladeshi Media News: পুকুরের পানিতে দেড় ঘণ্টা

Wednesday, July 14, 2010

পুকুরের পানিতে দেড় ঘণ্টা


আজ এটিএন বাংলার বর্ষপূর্তি হচ্ছে এ উপলক্ষে দুই দিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে এর মধ্যে আছে নাটক, টেলিছবি, কনসার্ট, আড্ডা ও শুভেচ্ছা জানানো আজ দুপুরে দেখানো হবে টেলিছবি ‘রাগ’ এটি লিখেছেন মাসুম রেজা, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু টেলিছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী কথা হলো তাঁর সঙ্গে

‘রাগ’ টেলিছবিটি নিয়ে কিছু বলুন
গ্রামের একটি ছেলে শুদ্ধ সংগীতের চর্চা করে কিন্তু ব্যাপারটা ভালো লাগেনি এক প্রভাবশালী ব্যক্তির তিনি আবার বিদেশি এবং ধুমধাড়াক্কা গান শুনতে পছন্দ করেন শুদ্ধ সংগীতের চর্চার ব্যাপারে ছেলেটিকে নানাভাবে বাধা দেন একপর্যায়ে তাকে গ্রাম ছাড়তে বাধ্য করেন এরপর হঠাৎ শ্রবণপ্রতিবন্ধী হয়ে যান ওই প্রভাবশালী ব্যক্তিটি
এই টেলিছবিতে কাজ করার কোনো উল্লেখযোগ্য ঘটনার কথা মনে পড়ে?
টেলিছবির একটি দৃশ্যে পুকুরের গলাপানিতে নেমে আমি কণ্ঠ সাধনা করি দৃশ্যটি ধারণ করতে প্রায় ঘণ্টা দেড়েক সময় লেগেছিল পুরোটা সময় কিন্তু পানিতেই দাঁড়িয়ে ছিলাম ওখানে প্রচুর মাছ মাছগুলো আমার পায়ে ঠোকর দিচ্ছিল এ কারণে শট দিতে বারবার অসুবিধা হচ্ছিল আর অনেক সময় পানিতে থাকার কারণে আমার ঠান্ডা লেগে যায় পরে খুব অসুবিধা হয়েছিল
আপনার নিজের সংগীতচর্চার কী খবর?
আমি কিন্তু কখনো গান শিখিনি যতটুকু করি, তার পুরোটাই শুনে শুনে টেলিছবিতে যা করেছি, তা নজরুলসংগীত থেকে নেওয়া তবে ইদানীং অনেকের অনুরোধেই অ্যালবামে গান করতে হচ্ছে মোশাররফ করিম ও শামীম জামানের লেখা দুটি গানে কণ্ঠ দিয়েছি কয়েক দিন আগে এটিএন বাংলার বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার রাতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে শাহ আবদুল করিমের একটি গান গেয়েছি
এখন কী কাজ করছেন?
জামাইমেলা নাটকের কাজ হচ্ছে পুবাইলে বাংলাভিশনের এই ধারাবাহিকের চিত্রনাট্যটি অসাধারণ পরিচালনা করছেন আজহারুল আলম
ঈদের কাজের খবর কী?
ভয়াবহ! এ পর্যন্ত ৪৫টি নাটক ও টেলিছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছি এর মধ্য থেকে ১৫টি করতে পারছি নির্মাতাদের মধ্যে আছেন সালাহউদ্দিন লাভলু, মামুনুর রশীদ, দীপঙ্কর দীপন, তাহের শিপন, গোলাম সোহরাব দোদুল, সকাল আহমেদ, হিমেল আশরাফ এবার ঈদে মজার গল্পের পাশাপাশি কিছু সিরিয়াস কাজও করছি

No comments:

Post a Comment